বিয়ানীবাজার আ.লীগের তৃণমূল ভোটগ্রহণ রোববার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ নভে ২০২১ ০৯:১১

সুরমাভিউ:-  বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নসহ চতুর্থ ধাপে সিলেটের ৮২টি এবং দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়।

গতকাল বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হয়।

তফশীল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নেমেছেন প্রচার প্রচারণায়। বিশেষ করে মনোনয়ন প্রত্যাশীরা দ্বারে দ্বারে ছুটছেন তৃণমূল আওয়ামলীগের ভোটারদের কাছে।

এদিকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করবেন ইউনিয়নের তৃণমূল ভোটাররা। আগামী রোববার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ভেন্যূ নির্ধারণ করা হয়েছে শাহপরান কমিউনিটি সেন্টার।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, তফশীল ঘোষণা হয়েছে। আগামী ২৫ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ। আমাদের হাতে সময় খুব কম থাকায় সেজন্য জেলা আওয়ামী লীগের পরামর্শে আগামী রোববার আমার তৃণমূলের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখের বিষয়টি প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীলদের জানিয়ে দেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ