জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটি অবিবেচক সিদ্ধান্ত – ব্যারিস্টার আরশ আলী

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ নভে ২০২১ ০৭:১১

সুরমাভিউ:-  এদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণমুখী রাজনৈতিক দল আওয়ামীলীগ ক্ষমতায় অথচ তেলের দাম বাড়ানো হল মন্ত্রীসভায় আলোচনা ছাড়াই। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারের সাথে আলোচনা করে ২৭ শতাংশ বাস ও ৩৫ শতাংশ লঞ্চ ভাড়া বৃদ্ধির মধ্য দিয়ে পরিবহন মালিকরা বুঝিয়ে দিল তাদের দৈত্যাবৃতির কাছে দেশবাসী কতটা অসহায়। আমরা মনে করি সরকারে এই রকম গণবিরোধী একটি সিদ্ধান্ত গ্রহণ করা অবিবেচক ও অপরিপক্কতার শামিল। বিশেষ করে সেচ মৌসুমের ঠিক আগে ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষিযন্ত্রের ব্যবহার ও সেচ কাজের ব্যয় বাড়বে। কৃষকের উৎপাাদিত পণ্য পরিবহনেও গুণতে হবে বাড়তি টাকা। এমনিতেই কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না।

আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বাড়ার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী উপরোক্ত কথাগুলো বলেন।

গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে ব্যারিস্টার আরশ আলী আরও বলেন, করোনার মহামারির কারণে মানুষের রোজগার এমনিতেই কমে গেছে। দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আছেই, এর মধ্যে পরিবহন ভাড়া অনেক বেশি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষদের উপেক্ষিত করে পরিবহন মালিকদেরকেই সুবিধা দেওয়া হলো বেশি, এতে নি¤œ আয়ের মানুষেরই বেশি ভোগান্তিতে পড়বে। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমরা সরকারের কাছে এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তটি পুণঃবিবেচনার দাবী জানাচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, প্রভাষক আকলাকুর রহমান আসপিয়া, সদস্য সচিব শ্যামল কপালী, ডাঃ সুবাশ কান্তি দাস, অধ্যাপক জোতিষ মজুমদার, গণতন্ত্রী পার্টি সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি আতিকুর রহমান কয়েছ, কবি ও ছড়াকার এখলাছুর রহমান, শংকর ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ