১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ নভে ২০২১ ০৮:১১
সুরমাভিউ:- সুনামগঞ্জের ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকার প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ি হয়েছেন।তিনটিতে বিজয়ি হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৩টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহষ্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিলাল আহমদ বিজয়ী হয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস) প্রতীক, দক্ষিণ খুরমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন (টেলিফোন) প্রতীক নিয়ে এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা নিয়েআগ থেকেই খুবই শঙ্কায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন নির্বাচনী মিটিং এ শঙ্কায় কথা জানিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
তবে ছাতকে ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে।
Helpline - +88 01719305766