১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ১০ নভে ২০২১ ০৬:১১
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সংগঠন মানুষকে সহনশীলতা সম্প্রীতি শেখায়। এক সংঙ্গে কাজ করতে উৎসাহ যোগায়। সমাজের ভালো কাজ করার ক্ষেত্রে একটি সংগঠন অগ্রনী ভুমিকা পালন করে। আমি বিশ্বাস করি একঝাক তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠন এই এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখবে। এসময় কাউন্সিলর এই সংগঠনের সকল কাজে নিজের অংশগ্রহণ থাকবে এই আশ্বাস ব্যাক্ত করেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে সিলেট নগরীর দরগা মহল্লায় জালালী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জালালী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আখতার হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক মহি উদ্দিন আহমদ মুহিব, সহ অর্থ বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, প্রচার সম্পাদক শেখ নাঈম আহমদ, সহ প্রচার সম্পাদক জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আমিন আহমদ, কার্য কমিটির প্রধান সদস্য আবিদ ফয়সাল, উপদেষ্টা মোঃ হারুন মিয়া, মোঃ শাহজাহান, শেখ আমীর আহমদ, শামছুল হক, মোঃ শাহিদ, সৈয়দ শামীম আহমদ, শেখ হাফিজ কবির আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, শেখ সোহেল, শাফায়েত আহমদ চৌধুরী প্রমুখ।
Helpline - +88 01719305766