১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ১০ নভে ২০২১ ০৫:১১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোহেল মিয়া (২৬) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
ইয়াবা কারবারি মোঃ সোহেল মিয়া উপজেলার জালালিয়া রোড এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম এবং এএসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্সের সহায়তায় হবিগঞ্জ রোডে নুর ফুডসের সামনে থেকে সোহেল মিয়াকে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১৬,৫০০ টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন গতরাতে শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডের নুর ফুডসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা সহ মোঃ সোহেল মিয়া নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Helpline - +88 01719305766