সিলেট কাকুয়ারপারে আমেরিকা প্রবাসীকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ নভে ২০২১ ০১:১১

সিলেট সদর উপজেলা কাকুয়ারপারে অভিজাত রেস্টুরেন্টে আমেরিকান প্রবাসী আক্তার আক্তার হোসেন মাসুক কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক ইদ্রিস আলীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে আবুল ফজল বাবুল মিয়ার সভাপতিত্বে এমদাদুল হক সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমেদ মাসুক বলেন

প্রবাসীরা বহি:বিশ্বে দেশের যেমন সুনাম অক্ষুন্ন রাখছেন ঠিক তেমনি দেশেও বিনিয়োগ করে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। প্রবাসীরা আরও বিনিয়োগ বাড়ালে দেশের বেকারদের জন্য আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নজমুল আলম, শাহেদ আলী, উস্তার আলী,ফজল আহমদ বাবুল,সিলেট জেলা সি এন জি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি আবুল হোসেন খান,সেক্রেটারি সাদিক আহমেদ জয়নুল,লিটন কুমার দেব।

এসময় উপস্থিত ছিলেন, মতিন মিয়া,হাফিজ আলী,হাফিজ ফখরুল ইসলাম ,মুফতি আমিন উদ্দিন জালালাবাদী, মানিক মিয়া,সমসু মিয়া,সাব্বির সরকার, সাজিদুল হক নাসিফ।

সিলেট দারুসসালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিয়ামত উল্লাহ খাসদবীরি দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ