মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ নভে ২০২১ ০১:১১

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ৮ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাপুর ইউনিয়নের শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডে শেখ আব্দুল জব্বার কমপ্লেক্সের সামন থেকে এসআই নুরুল ইসলাম ও এএসআই সারোয়ার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন, আলাকত মিয়া (৩৩) ও সাইফুল বক্স(৩২)। পুলিশ সূত্রে জানা যায়, আলাকাত মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের আলফত মিয়ার ছেলে এবং সাইফুল বক্স কুলাউড়া থানার মনারগাও গ্রামের মৃত খালিক বক্সের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,উল্লেখিত জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ