২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০৮ নভে ২০২১ ০৬:১১
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি, সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র, শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকা নিবাসী মো. আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম আহাদ মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন শাররীক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ঢাকার বিআরবি সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রবীণ এই রাজনীতিবিদর মৃত্যুতে মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ঘটিকায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Helpline - +88 01719305766