মৌলভীবাজারের কুলাউড়ায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ০৭ নভে ২০২১ ০৮:১১

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ শংকর কানু ওরফে বাবুল কানু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবিপুলিশ।

গ্রেফতারকৃত শংকর কানু ওরফে বাবুল কানু কুলাউড়া থানার বরমচাল চা বাগান এলাকার মৃত কৈলাশ কানুর ছেলে।

৬ নভেম্বর শনিবার বিকাল অনুমান ৫টা ১০ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের করিমপুর এলাকা থেকে শংকর কানু ওরফে বাবুল কানুকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ করিমপুর- বরমচাল রোডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শংকর কানু নামক এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ডিবি ।

তিনি আরো জানান, শংকর কানু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ