ছাতক থানায় ৮টি ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলী গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ০৭ নভে ২০২১ ০৫:১১

সুরমাভিউ:-  সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল জনাব বিল্লাল হোসেন মহোদয় সহ ছাতক থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) জনাব মিজানুর রহমানের তত্বাবধানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মিলাদ হোসেন, কনষ্টবল শরীফ উদ্দিন, কনষ্টবল বিজন দাস সহ ইং ০৬/১১/২০২১ তারিখ সন্ধা ০৬.০০ ঘটিকার সময় ছাতক দক্ষিন মন্ডলীভোগ এলাকা হইতে আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলী (৪৮) পিতা-মৃত মখলিছুর রহমান, সাং তেঘরী নোয়াগাঁও, থানা-ছাতক জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীর নামে সিলেট বিশ্বনাথ থানায় ২ টি ডাকাতি মামলা, দক্ষিন সুনামগঞ্জ থানায় ১ টি ডাকাতি মামলা এবং ছাতক থানায় ৫ টি ডাকাতি মামলা সহ মোট ৮টি ডাকাতি মামলা রহিয়াছে।

তাছাড়া ছাতক থানায় ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মুলতবী আছে, উক্ত ডাকাত ২০১২ সাল হইতে আত্বগোপনে থাকিয়া সিলেট, সুনামগঞ্জ সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসিতেছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ