১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ০৬ নভে ২০২১ ০৯:১১
সুরমাভিউ:- দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট সদর উপজেলায় পাঁচজন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ( ৫ অক্টোবর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার সিলেট সদর উপজেলার দুইটি ইউনিয়নে ২য় ধাপের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ৫জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করায় সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করে পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ বরাবরে প্রেরণ করা হলো।
বহিস্কৃতরা হলেন,মো: মানিক মিয়া সাধারণ সম্পাদক, ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী,আশ্রব আলী- সাবেক সাধারণ সম্পাদক, ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী. আশরাফ সিদ্দিকী- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ ও ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী,জয়নাল আবেদীন- সদস্য, ফ্রান্স আওয়ামী লীগ ও ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান,মো: আছন মিয়া সিনিয়র সহ সভাপতি, ৭নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী।
Helpline - +88 01719305766