শান্তি প্রতিষ্ঠায় রাসূলের জীবনাদর্শনের বিকল্প নেই : ড.মুহাম্মদ আব্দুর রব

প্রকাশিত:শুক্রবার, ০৫ নভে ২০২১ ১০:১১

সুরমাভিউ:-  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব বলেছেন, পৃথিবী থেকে হিংসা,জিঘাংসা, লোভ,পাপাচার দূর করে শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর জীবনাদর্শনের বিকল্প নেই। রাসূল (সা.) এর মাধ্যমে আমরা যে গ্রন্থ আল কুরআন পেয়েছি, তাতে আমাদের জীবনাচার বর্ণিত আছে। ইসলামের সংস্কৃতি খুব পরিচ্ছন্ন। জ্ঞান ও বৃদ্ধিভিত্তিক চর্চায় এগুতে হলে ইসলামের সাংস্কৃতির বন্ধন জরুরি। যখন পুরো দুনিয়া অন্ধকার ছিলো, জ্ঞান-বিজ্ঞানে অজ্ঞ ছিলো, তখন ইসলামই সিভিলাইজেশন করেছে।

সিলেট সাংস্কৃতিক সংসদ আয়োজিত সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নাতে রাসুল (সা.) সন্ধ্যায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ ৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহবুব ই এলাহী।

সভাপতির বক্তব্যে কবি কালাম আজাদ বলেছেন, প্রিয়নবীর শানে অনুষ্ঠানে শত শত মানুষের উপস্থিতি দেখে মনে হয়, দয়াময় মা’আবূদ তার রাসূলের নূরকে নিভে যেতে দিবেন না।

কবি মুকুল চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীনের পরে ১৯৮১ সালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে প্রথম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সৈয়দ আলী আহসান ও সদস্য সচিব কবি আফজাল চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন
মাওলানা আব্দুস সালাম আল মাদানি ও কবি বাছিত ইবনে হাবীব।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী হেলাল আহমদ, হামদ পরিবেশন করেন জাহিদ জাফর।

মামুন হোসাঈনের সঞ্চালনায় বিভিন্ন পরিবেশনা করেন শিল্পী শামসুল ইসলাম খাঁন, শিল্পী যোবায়ের আহমেদ তিতু, হাদিউল নাহিয়ান চৌধুরী, আল ফালাহ সাংস্কৃতিক সংসদ ও দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

উল্লেখ্য সিলেটের ১৭টি অঞ্চলের প্রায় ৫ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণে মাসব্যাপী চলমান এই প্রতিযোগীতা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ