১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৫ নভে ২০২১ ১০:১১
সুরমাভিউ:- রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইজ এর উদ্যোগে সিলেটের এয়ারপোর্টে রোড এর বড়শালা এলাকার জামেয়া মোহাম্মাদীয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
৫ই নভেম্বর শুক্রবার বাদ আসর এ আলোচনা সভা ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোঃ কামরান কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর ও বর্তমান ডিস্ট্রিক্ট ট্রেইনার এম. আতাউর রহমান পীর, পিএইচএফ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর পিপি হানিফ মোহাম্মদ পিএইচএফ, চ্যাটার্ট প্রেসিডেন্ট ও এসিস্টেন্ট গভর্ণর আমিনুল ইসলাম, পিপি এম, আব্দুন নুর রুহেল পিএইচএফ, আইপিপি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, প্রেসিডেন্ট (ইলেক্ট) মোঃ কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট সুলতান মোহাম্মদ রাজু, এডভোকেট মুহাম্মদ কুতুবউদ্দিন, আরিফ আহমেদ চৌধুরী।
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শায়েখ ওয়ারিছ উদ্দিন, মৌলানা হাফেজ ওলিউর রহমান, হাফেজ আলিম উদ্দিন ও হাফেজ আবদুল আওয়াল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. আতাউর রহমান পীর বলেন আত্ব-মানবতা ও সমাজের উপকারিতায় রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। তার মধ্যে সিলেট প্যারাডাইজ অন্যতম। তারা প্রতি বছরের ন্যায় এ মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম দান করেছে। তাদের এ মহতি উদ্যোগ খুবই চমৎকার।
Helpline - +88 01719305766