সামাজিক সমস্যা থেকে বাঁচতে হলে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং কার্যক্রম জোরদার করতে হবে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত:সোমবার, ০১ নভে ২০২১ ১০:১১

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান বলেছেন, সারা বিশ্বে সু-নাগরিক তৈরিতে স্কাউটিং এর ভূমিকা সর্বজন স্বীকৃত। সামাজিক সমস্যা থেকে বাঁচতে হলে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং কার্যক্রম জোরদার করতে হবে। কোমলমতি শিশুদের গড়ে তোলতে প্রশিক্ষিত শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি গতকাল রোববার গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ২শত ৫২তম কোর্সের উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জের লক্ষণাবন্দে দিনব্যাপী আয়োজিত কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির।

গোলাপগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, স্বাগত বক্তব্য রাখেন কোর্সের কোর্স লিডার, সিলেট অঞ্চলের প্রতিনিধি ডা. মো: সিরাজুল ইসলাম এলটি। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, গোলাপগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, আঞ্চলিক উপ-কমিশনার মো: আব্দুল আজিজ এলটি, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, যুগ্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, কোর্সের প্রশিক্ষক হানিফ আহমদ এএলটি।

এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন। শেষে তিনি ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এরপর উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা ইনোভেশন কমিটির সভায় যোগদান, উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন। গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন কালে তাকে স্বাগত জানান গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল ও পৌর কাউন্সিলরবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ