১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০১ নভে ২০২১ ১০:১১
সুরমাভিউ:- দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নিয়ে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা কমিটি।
সংগঠনটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলছেন, সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য অনাকাক্সিক্ষত, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিন্দু সম্প্রদায়কে চরমভাবে আহত, ক্ষুব্ধ ও হতাশ করেছে মন্তব্য করে পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে প্রকৃত তথ্য জনগণের কাছে না পৌঁছালে প্রশাসন সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায়। নেতৃবৃন্দ বলেন,উনার এই বক্তব্যে আইন ও বিচার বাধাগ্রস্থ হবে, তাঁরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারী ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার দাবি জানান।
বিবৃতি দাতারা হলেন, সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ ও সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সদর উপজেলা সভাপতি নিলেন্দু দে অনুপ, সাধারন সম্পাদক রাজু গোয়ালা, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মনমোহন দেবনাথ, সাধারন সম্পাদক নন্দন পাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হৃষিকেশ দেব রন্টু, সাধারন সম্পাদক বিজন দেবনাথ, বালাগঞ্জ উপজেলা সভাপতি রজত দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার, বিশ্বনাথ উপজেলা ভা:প্রা:সভাপতি সুনীল কান্তি দেব, সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অখিল বিশ্বাস, সাধারন সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, জৈন্তাপুর উপজেলা সভাপতি নিপেন্দ্র কুমার দাস, সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা সভাপতি সুভাষ পাল ছানা, সাধারন সম্পাদক নিত্যানন্দ দাস, কানাইঘাট উপজেলা সভাপতি ভানু লাল দাশ, সাধারন সম্পাদক ভজন লাল দাশ, জকিগঞ্জ উপজেলা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, ভা:প্রা: সাধারন সম্পাদক সুজন দেব, বিয়ানীবাজার উপজেলা সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারন সম্পাদক অরুনাভ পাল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নীরেন্দ্র দেবনাথ, সাধারন সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস এবং ওসমানীনগর উপজেলার আহ্বায়ক চয়ন পাল, সদস্য সচিব শংকর সেন প্রমুখ।
Helpline - +88 01719305766