বিশ্বনাথে সুস্থ থাকার সহজ উপায় বইটির মোড়ক উন্মোচন

প্রকাশিত:রবিবার, ৩১ অক্টো ২০২১ ০২:১০

বিশ্বনাথ প্রতিনিধি:-  সিলেটের বিশ্বনাথে আশক আলী ফিটনেস ক্লাব কর্তৃক প্রকাশিত, সুস্থ থাকার সহজ উপায় বইটির মোড়ক উন্মোচন শনিবার( ৩০ অক্টোবর) সিংগেরকাছ আলিম মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সিংগেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা মাহবুবুল ওয়াছে সভাপতিত্বে ও শাহজালাল মডার্ন একাডেমীর প্রিন্সিপাল, কবি এইচ এম আরশ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্রী পরিষদের সাবেক অতিরিক্ত যুগ্ম সচিব মঈন উদ্দিন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যংকের উপমহাব্যবস্হাপক,মোঃ আমিনুল ইসলাম, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিস্টাতা ও সভাপতি আব্দুল আহাদ,বাংলাদেশ ব্যংকের ডিজি এম, মোঃ আতিকুর রহমান, বাংলাদেশ ব্যংকের জেডি, কর্মব্যবস্হাপক,মোঃ আশরাফ হোসেন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ ফখর উদ্দিন, শেখেরগাও জামে মসজিদের মোতাওয়াল্লী, তহুর মিয়া,সমাজ সেবক, হাফিজ আরব খাঁন, সিংগেরকাছ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা কাজী নুর উদ্দিন, সংগঠক, আব্দুল মুকিত, আমীর আলী, হাফিজ জমসেদ আলী, সিংগেরকাছ আলিম মাদ্রাসার, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, প্রভাষক, মোস্তাফিজুর রহমান, প্রভাষক, মিজানুর রহমান, মোঃ জাকুয়ান আহমদ, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন,মাওলানা সালেহ আহমদ মর্তুজা।

এ সংক্রান্ত আরও সংবাদ