পুলিশিং ডে উপলক্ষে এসএমপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ৩০ অক্টো ২০২১ ০৫:১০

সুরমাভিউ:-  সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং মহানগরের সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে ও শাহিরায় আল মামুন ও এসি ডিবি অলক শর্মার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির কমিশনার নিশারুল আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব আবু তাহের মোঃ শোয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক এমদাদুল্লা শহীদ, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

এ সময় উপস্থিত ছিলেন- উপ পুলিশ কমিশনার (ডিসি হেডকোর্য়াটার) কামরুল আমীন, ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদ, (ডিসি ডিবি) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-পুলিশ (দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকেশন) জাবেদুর রহমান, এডিসি (মিডিয়া) আশরাফ উল্লা তাহের, কোতয়ালী থানার সহাকারী পুলিশ কমিশনার (এসি) সামছুউদ্দিন সালেহ আহমদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রজত কান্তি গুপ্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ