২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ২৯ অক্টো ২০২১ ১১:১০
সুরমাভিউ:- জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে সিলেট সদর উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১৯৪ জোড়া ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুরাতন হলরুমে স্কুল কলেজের শিক্ষকদের কাছে ডেস্কবেঞ্চ হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিরিন আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ সাঈফুল আজম, ইউডিএফ রাজিব দাসসহ সকল স্কুলের শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
Helpline - +88 01719305766