১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ অক্টো ২০২১ ০৯:১০
সুরমাভিউ:- লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় প্রায় ২’শ অসহায় পরিবারের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ইত্যাদি।
বিতরণকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় কল্যাণে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমরা আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।
লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান বলেন, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসা ও মসজিদে আবু বক্কর সিদ্দিক (রাঃ) এই দ্বীনি প্রতিষ্ঠান সিলেটের গোয়াইনঘাটের প্রত্যন্ত অঞ্চল ফতেহপুর ষষ্ঠ খন্ড ইসলামনগর গ্রামে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এই গ্রামের অনেক মানুষই হত দরিদ্র। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে সিলেটের কোম্পানীগঞ্জের কালীগুলের একটি গ্রামে ত্রাণ বিতরণ করা হবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766