মৌলভীবাজারে আমার গৌরব  ফাউন্ডেশন’র আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ অক্টো ২০২১ ০৮:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ঢাকা হতে পরিচালিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত আমার গৌরব ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৭ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় শহরের দিল্লী রেস্টুরেন্টের সভা কক্ষে আমার গৌরব ফাউন্ডেশন এর  মৌলভীবাজার জেলা শাখার কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান শিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মোঃ আলতাফুর রহমানকে আহ্বায়ক এবং এম এ কাইয়ুম সুলতানকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সুমন এবং মোঃ কামাল হোসেন চৌধুরী; সিনিয়র সদস্য মিজানুর রহমান শিপু, মাওলানা শরীফ আহমেদ হুমায়ুন রহমান বাপ্পী, হোসাইন আহমেদ পারভেজ, মিনহাজ আহমেদ মুন্না, শেখ তোফায়েল আহমেদ, নার্গিস আক্তার, মোহাম্মদ আবু সাঈদ কচি, মোঃ ইমরান খান, বজলুর রশিদ চৌধুরী রিজু, মোঃ জসিম উদ্দিন, মোঃ সমরুজ খান, আইরিন আক্তার, মোঃ শামীম মিয়া, মাওলানা লুৎফুর রশিদ, প্রভাষক মোঃ আমিনুর রহমান, শান্তারা বানু চৌধুরী, অলিউর রহমান, নাজমা বেগম, রাবেয়া খাতুন, তামান্না জালাল, আব্দুল মুমিন, মেরী রাল্ফ, মোঃ লোকমান মিয়া প্রমুখ।
মাওলানা শরীফ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা বলেন, আমার গৌরব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী কল্যাণমূলক, স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রধান বৈশিষ্ট্য হলো, নারী ও শিশু নির্যাতন বন্ধ করে সুন্দর ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ-সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী গ্রহণ করে আসছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে, আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী-পুরুষ সমতা বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক  সেবা প্রদান করছে।
সভায় আরো জানানো হয় যে, ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিশু নির্যাতন বন্ধ করা, নারী নির্যাতন এর কারণ খুঁজে বের করে সমূলে প্রতিরোধ করার চেষ্টা করা। নারীদের আত্মনিভরশীল করে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করা, কর্মস্থলে নারীদের সমান সুযোগ সৃষ্টি, পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এসিড-সন্ত্রাসে বিপর্যস্ত নারী বা যুব সমাজে সচেতনতা বৃদ্ধি করা, অর্থকষ্টে জর্জরিত মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করা। দরিদ্র-নিপীড়িত, হতাশ ও দুর্দশাগ্রস্ত মানুষকে পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য, সাহস ও আত্মবিশ্বাস দিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে সহায়তা করা। দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং বেকার জনগোষ্ঠীকে কর্মক্ষম ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গ্রহণ করা বিশেষায়িত শিশু ও তৃতীয় লিঙ্গ সম্পর্কে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করা। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে এককালীন সহায়তা দান কর্মসূচি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা দান, দুস্থা কেন্দ্র ও স্কুল পরিচালনা। স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম মানুষের মৌলিক চাহিদার একটি হলো স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার সুযোগ। খাদ্য, বস্ত্র, বাসস্থানের ন্যায় একান্ত অপরিহার্য মৌলিক চাহিদা পূরণে সহায়তা প্রদান করা হয়।  এছাড়াও কন্যাদায় গ্রস্তদেরকে এককালীন সহায়তা দান, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধে সহায়তা প্রদান করা হয়। প্রাকৃতিক ও দুর্যোগসহ যে কোন জরুরি অবস্থায় ত্রাণ কাজ পরিচালনা করা।

এ সংক্রান্ত আরও সংবাদ