মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত এর সঞ্চালনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
(২৭ অক্টোবর) বুধবার দুপুর ১ ঘটিকার সময় যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে শাহ মোস্তফা রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়কে র্যালী করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, ফয়ছল আহমদ সহ সভাপতি জেলা বিএনপি, আশিক আহমদ সহ সভাপতি জেলা বিএনপি, হেলু মিয়া সহ সভাপতি জেলা বিএনপি, মিছবাউর রহমান সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, আব্দুর রহিম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, ফরহাদ রশিদ সাধারণ সম্পাদক পৌর বিএনপি, জিএমএ মুক্তাদীর রাজু সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলসহ জেলা যুবদল ও শ্রীমঙ্গল উপজেলা যুবদল, কমলগঞ্জ উপজেলা যুবদল, রাজনগর উপজেলা যুবদল, কুলাউড়া উপজেলা যুবদল, জুড়ি উপজেলা যুবদল, বড়লেখা উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।