নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার সদর হাসপাতালের ডাঃ এনামুল গ্রেফতার
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ অক্টো ২০২১ ০৬:১০
মৌলভীবাজার প্রতিনিধি:- নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক নাক, কান ও গলা রোগ বিষেশজ্ঞ ও সার্জন ডা: এনামুল হক’কে গ্রেফতার করেছে র্যাব-৯। ২৪ অক্টোবর দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
জানা যায়, ইমানা ইসমাত আরা নামে এক মহিলার সাথে পরিচয় হয় ডা: এনামুল হকের। পরবর্তীতে ওই মহিলাকে এনামুল হক বিয়ে করেন। ইমানা ইসমাত আরা ডা: এনামুল হকের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পরে ওই মহিলা যৌতুকের অভিযোগ এনে ডা: এনামুল হকের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। ডা: এনামুল হকের ভাইকেও ওই মামলায় আসামী করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, র্যাব-৯ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা কারাগারে পাঠাই।
মৌলভীবাজার-২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুমায়ুন কবির বলেন, শুনেছি ডা: এইচ এম এনামুল হক গ্রেফতার হয়েছেন। তবে এখন পর্যন্ত আমার কাছে অফিসিয়াল কোনো কাগজপত্র আসেনি। তিনি হাসপাতাল থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন।