১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৫ অক্টো ২০২১ ০৮:১০
দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গুমিলনায়তন হলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বিশ^জিৎ রায়, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, দৈনিক ইত্তেফাকের রো চিপ হুমায়ূন রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য প্রবীন রাজনীতিবিদ আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালূকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণ্পনা কর্মকর্তা ডাঃ স্বাধীন কুমার দাস, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি দৈনিক যুগান্তরের জ্যেষ্ট প্রতিবেদক নেছারুল হক খোকন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম আমিন, শাহজাহান মাহমুদ হেলাল, লিপন হাসান, রুকুনুজ্জামান জহুরী, নেজাবুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর উদ্দিন ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদ। হাবিবুর রহমান তালুকদার স্মরণে প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কাউছার চৌধুরীর সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।
উল্লেখ্য গত ২২ আগষ্ঠ হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার। সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সিলেটের ডাকের দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
Helpline - +88 01719305766