ডলফিন সংরক্ষণে মৌলভীবাজার বন বিভাগের আলোচনা সভা

প্রকাশিত:সোমবার, ২৫ অক্টো ২০২১ ১০:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ২৪ অক্টোবর  আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন  দিবস। এ দিবসটি জাতীয়ভাবে ঢাকায় পালন করার পাশাপাশি  কুশিয়ারা-সুরমা নদীর আশেপাশের এলাকা, শেরপুর ফিশারী ঘাটে ও বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় ডলফিন সংরক্ষণে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ, দেয়ালে পোস্টার লাগানোসহ আলোচনা সভার আয়োজন করেছে মৌলভীবাজার বন বিভাগ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা  রেজাউল করিম চৌধুরী। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা ও বক্তব্য রাখেন, বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা  মির্জা মেহেদী সরোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার, ফরেস্টার মিজানুর রহমান ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ