২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৫ অক্টো ২০২১ ০৭:১০
সুরমাভিউ:- বাংলাদেশ সরকারি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর আয়োজনে হাসপাতালের ৪র্থ শ্রেণির ১৭জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বারের ও সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বস্কিম হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মাহবুব আলম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩য় শ্রেণি কর্মকর্তা সভাপতি ও ওয়ার্ড মাস্টার আবুল খায়ের চৌধুরী, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব সহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
Helpline - +88 01719305766