১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ২৪ অক্টো ২০২১ ১০:১০
সুনামগঞ্জ প্রতিনিধি:- বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটির উদ্যোগে আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্টিত হয় রবিবার সকালে মল্লিকপুর জেলা বনসম্প্রসারন অফিসে অনুষ্টিত হয়।জেলা নার্সারি কর্মকর্তা রবিন্দ্রকুমার সিংহ সভাপতিত্বে জনসচেতনতা মূলক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারী বনসংরক্ষক কর্মকর্তা অরুণ বরন চৌধুরী তিনি বলেন পরিযায়ী পাখিরা এক বা একাধিক দেশের ভৌগোলিক সীমানা অতিক্রম করে শীতমৌসুমে সুনামগঞ্জের টাংঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন অঞ্চলে আসা যাওয়া করে আবার ঋতু শেষে তারা ফিরে যায় এ সময় এক শ্রেনীর পাখি শিখারি এদের শিখার করার পায়তারায় লিপ্ত থাকে এতে করে অতিথি পাখি আসাযাওয়া দিনদিন কমে যাচ্ছে।তাই এই পাখি শিখারি চক্রের বিরোদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুল্লা আল সাদিক বন্য প্রাণী পরিদর্শক বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা, চয়ন ব্রত চৌধুরী রেঞ্জ বনকর্মকর্তা সুনামগঞ্জ, হাফিজুর রহমান ফরেস্ট কর্মকর্তা বন্য প্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকা।
অনন্যদের দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক শামস শামিম, সমাজ সেবক রনজিৎশুক্ল বৈদ্য, লিপন শুক্ল বৈদ্য, গোলাম রব্বানি প্রমুখ।
Helpline - +88 01719305766