১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ২৪ অক্টো ২০২১ ০৬:১০
সুরমাভিউ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার রাত সাড়ে ৯টার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অগণিত রাজনৈতিক কর্মী-সমর্থকসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে, আজ রোববার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর দরগা মসজিদে সৈয়দ আবু নছরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী জানাজায় উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766