জগন্নাথপুরে ছাগলের বিষয়কে কেন্দ্র করে হামলা : থানায় মামলা দায়ের

প্রকাশিত:রবিবার, ২৪ অক্টো ২০২১ ১০:১০

মোা: আলী হোসেন খাঁন, জগন্নাথপুর:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের দু- পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

যানা যায়,সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত সুনাহর আলীর ছেলে সাহেল মিয়া ও টিয়ারগাঁও গ্রামের আব্দু্ল বাছিতের ছেলে সফু মিয়া দু পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়।
আহতরা হলেন, সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সাহেল মিয়া (৩০) জঙ্গি নুর কোরেশী (৩৮) ও টিয়ারগাঁও গ্রামের সফু মিয়া।

মামলা ও এলাকাবাসী সুত্রে যানায়, সাহেল মিয়া কয়েক বছর যাবত সৈয়দপুর হাড়িকোনা তাদের মালিকানাধীন বন্দের বাড়ীতে ফার্ম করে মাছ ছাষ ও গরুর খামার করে আসছেন এবং এই বাড়ীতে দেশী বিদেশী ফলমুলের কয়েক লক্ষ টাকার ছাড়া গাছ রুপন করছেন। টিয়ারগাঁও গ্রামের সফু মিয়া তাদের ফার্মের পাশবর্তী ঘরে ভাড়াটেয়া থাকেন।
সফুর একটি ছাগল সাহেলের ফার্মে প্রতিদিন ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়, ফার্মের থাকা ফলমুলের গাছ খেয়ে ফেলে পাষণ্ড ছাগল। এই বিষয়ে সাহেল সফুর সাথে বার বার কথা বলেও কোনো প্রতিকার পায়নি সাহেল, কিছুদিন পর তাদের দুই পক্ষের কথা কাটাকাটি হয়, এর দুই দিন পর সাহেলের ফার্মের মাছের ফিসারিতে বিষ দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করে সফু এমন অভিযোগ করে সাহেল।

গত ১৫ অক্টোবর সফুর দাঙ্গাবাজ কলহপ্রিয় সন্ত্রাসী নিয় সাহেলের উপর অর্তকিত হামলা করে দুই জনকে গুরুতর আহত করে, আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল ভর্তি করা হয়।

সাহেলর ভাই তুহেল মিয়া বলেন সফু মিয়া আমাদের মাছের খামারে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করেছে ও তার পোষা ছাগল দিয়ে বাগানের ফলমুলের গাছ নষ্ট করে দেয়,এই বিষয়ে আমার ভাই প্রতিবাদ করলে আমার ভাইকে প্রাণে হত্যার হুমকি দেয় সফু মিয়া,হুমকি দেওয়ার একদিন পরই আমার ভাইকে ও তার সাথে থাকা জঙ্গি নুর কে পেয়ে তারা দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে অতর্কিত হামলা করে পালিয়ে যায়।

তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।এদিকে সাহেলর ভাই তুহেল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন আসামীরা হলেন, সফু মিয়া,দুলন মিয়া, শিপলু মিয়া, মাখন মিয়া, সবুর মিয়া, সর্ব সাং টিয়ারগাঁও রাণীগঞ্জ ইউপি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাফায়াত হোসেন বলেন আমরা আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ