পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ মহানগর শাখার সৌজন্য সাক্ষাত

প্রকাশিত:শনিবার, ২৩ অক্টো ২০২১ ০৭:১০

সুরমাভিউ:-  কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননা এবং এর অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙচুর সহ অসাম্প্রদায়িকতার প্রতিবাদ, সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে এম আব্দুল মোমিনের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। শনিবার (২৩ অক্টোবর) সকায় ১০টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্স এ সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি  নির্মেলেন্দু চৌধুরী (পান্ন), নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ রনজিত কুমার রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অরূপ রায়।

এসময় মন্ত্রী আশ্বাস ব্যক্ত করে বলেন সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী জনদরদী, জননেত্রী, বাংলাদেশের মধ্য আয়ের রূপকার শেখ হাসিনার পর্যবেক্ষণ আছে ও দোষীদের চিহ্নিত করে অতিসত্তর অবশ্যই বিচার হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ