২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে  নিসচা সিলেট মহানগরের র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ২২ অক্টো ২০২১ ০৬:১০

সুরমাভিউ:-  ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর সিটি পয়েন্টে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এসে র‌্যালি শেষ হয়।

র‌্যালি শেষে সমাপনী সভায় বক্তব্য রাখেন, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডা: মনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, যুব সম্পাদক মো: মারজান, সদস্য শহীদ আহমদ খান, মনসুর আহমদ, শুভ্র কর চন্দ্র দাশ, হোসেন আহমদ, ছাব্বির আহমদ, প্রমুখ। পরে নিরাপদ সড়ক চাই নিসচার চেয়ারম্যানের পেইজ থেকে একযুগে সারাদেশে সরাসরি লাইভে দিকনির্দেশনামূলক বক্তব্য সিলেট মহানগর শাখার পক্ষ থেকে প্রজেক্টটের মাধ্যমে প্রচার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ