মোঃ তাজুদুর, রহমান, মৌলভীবাজার:- “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো “এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২২ অক্টোবর)সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করে মৌলভীবাজার জেলা পুলিশ।
উক্ত বর্ণাঢ্য র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহরের চৌমোহনা এলাকায় জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অকালে তাজা প্রাণ যাতে সড়কে না ঝরে পড়ে। এ ব্যাপারে প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সকলের সমন্বয় জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন।