১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ২২ অক্টো ২০২১ ১০:১০
সুরমাভিউ:- ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষ্যে ‘নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) সিলেট জেলা’র উদ্দ্যেগে শুক্রবার সকাল ১০ টায় র্যালী ও পরবর্তী সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
‘নিসরাপ’ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট মামুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদুল ইসলাম অপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘নিসরাপ’ কেন্দ্রীয় মহাসচিব সংগঠক এম. বাবর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসমত ইবনে ইসহাক সানজিদ, ফয়সল আহমদ, ফুরকান তালুকদার, জেলা শাখার সহ সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন,আব্দুল হান্নান, রেজওয়ান হোসেন, তাহের হোসেন, আনছার কমান্ডার ইসলাম উদ্দিন, মাশুক এলএল বি, ফারুক মাস্টার, দেলোয়ার হোসেন, নুরুজ্জামান খোকন, এডভোকেট আশিক, সমাজসেবি হেলাল, ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা প্রমুখ।
সভায় বক্তারা চালকদের উদ্দেশ্য করে বলেন এবারের সরকারী প্রতিপাদ্য বিষয় ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগান যেন প্রতিদিন মেনে চলার আহ্বান জানান এবং সবাইকে নিজ নিজ থেকে সচেতন হওয়ারও আহ্বান জানান।
Helpline - +88 01719305766