১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ অক্টো ২০২১ ০৯:১০
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে মোঃ জনি ফকির (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২০ অক্টোবর রাত ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই ইফতেখার ইসলামের নির্দেশনায় এ এস আই মোসাহিদ কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামে অভিযান চালিয়ে জনি ফকির (২৮)কে ৩৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।সে বাগারাই গ্রামের আব্দুল মালিকের ছেলে।
শেরপুর ফাঁড়ি পুলিশের এ এস আই মোশাহিদ কামাল মাদক ব্যবসায়ী জনি ফকিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান,গ্রেফতারকৃত জনি ফকিরের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
Helpline - +88 01719305766