মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক কমিউনিটি সংলাপ

প্রকাশিত:বুধবার, ২০ অক্টো ২০২১ ০৫:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে  রেডিও পল্লীকণ্ঠের (৯৯.২ এফএম)এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
রেডিও পল্লীকণ্ঠের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে এবং রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো, মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম ম্যানেজার মো. আজিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিব তৌহিদ ইমাম।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, নারী ও শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধে সকলের অংশগ্রহণ জরুরী। একজন মেয়েকে শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে হবে। তাহলে মেয়েরা এগিয়ে যাবে এবং সাথে সাথে নারী নির্যাতনের প্রতি সোচ্চার হবে। রেডিওর মাধ্যমে অথবা আমরা যে যেখানে যাই মূল লক্ষ্য থাকবে সবাইকে জানানো ছেলে মেয়ে নির্বিশেষে একিরকম শিক্ষায় শিক্ষিত করে তোলা, এটা আমাদের মূল টার্গেট হবে এবং সন্তানের সংখ্যা যতটা সম্ভব কম হবে।
অনুষ্ঠানে অতিথিরা নারী ও শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বিগত ২০১৯ এর শেষের দিকে করোনায় সারাবিশ্বে মারাত্মক আকার ধারণ করে মহামারী হিসেবে। করোনার এই সময়টাতে জীবন জীবিকার ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে পাশাপাশি করোনাকালে নারী ও শিশুর প্রতি নির্যাতন অনেক বেড়ে গিয়েছিলো এবং স্কুল খোলার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার সংখ্যাও দেখা গেছে, অনেক বাল্যবিয়েও হয়েছে।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, আমরা যদি বিষয় ভিত্তিক উঠান বৈঠক করতে পারি তাহলে সবচেয়ে বেশি কাজে লাগবে এবং এই উঠান বৈঠকের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনা করা যেতে পারে। কোনো জায়গায় নির্যাতনের ঘটনা ঘটলে যাতে দ্রুত বিচার হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, রেডিও পল্লীকণ্ঠ ও বিএনএনআরসির কারিগরী সহযোগীতায় সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এসডিজি ১৬ বাস্তবায়নের লক্ষে সচেতনতা তৈরীতে রেডিও পল্লীকণ্ঠ ১০টি ম্যাগাজিন, ১০টি ফোনলাইভ অনুষ্ঠান সম্প্রচারসহ এই কমিউনিটি ডায়ালগ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ