১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ২০ অক্টো ২০২১ ০৮:১০
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধি:- সোনার বাংলাদেশ গড়তে হলে দেশকে মাদক মুক্ত করতে হবে, মাদক কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অতিরিক্ত ডিআইজি।
বুধবার (২০ অক্টোবর) বেলা ৪ ঘটিকার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাল্য বিবাহ রোধ করতে হবে, চোরাচালান বন্ধ করতে হবে, কে বা কাহারা এসব চোরাচালানিদের মদদ দিচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে।তিনি আরো বলেন, গ্রাম্য পাড়া মহল্লা থেকে শুরু করে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুলিশ সেবা এখন আপনার ঘরেই এসব কথা বলেন তিনি।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, সদর ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ।
এসময় উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, দক্ষিন বড়দল ইউপি চেয়ারম্যান হাজি আজহার আলী প্রমুখ।
এছাড়াও তাহিরপুর উপজেলার রাজনৈতিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766