মৌলভীবাজার বিআরটিএ অফিসের দালাল জনি গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ অক্টো ২০২১ ১০:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বিভিন্নস্থানে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সে প্রকৃতপক্ষে মৌলভীবাজার বিআরটিএ অফিসের একজন দালাল। প্রতারণার মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (১৮ আক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে মৌলভীবাজার বিআরটিএ অফিসের দালাল চক্রের সদস্য জনি হায়দার (৩৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ধৃত জনি হায়দার শহরের সোনাপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি)  মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ । এবিষয়ে জেলা গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরদারী করছে। এরই পরিপ্রেক্ষিতে জনিকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ