১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ অক্টো ২০২১ ০৩:১০
তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুরে সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইমাম মুয়াজ্জিনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।
সভায় দেশের চলমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম,বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল হান্নান,বাজার জামে মসজিদের ইমাম মো. দ্বীন ইসলাম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক মিলন তালুকদার,সদস্য সচিব রাজন চন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভুষন, সাধারণ সম্পাদক সুভাষ পুরকায়স্থ প্রমুখ।
মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবির উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন।
Helpline - +88 01719305766