কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ পরিদর্শন করেন ভারতের সহকারি হাইকমিশনার

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ অক্টো ২০২১ ০৬:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্ত পুজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনের সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কর্মধার ৩টি পুজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরি, আছগরাবাদ ও রাজানগর চা বাগান পুজামণ্ডপ পরিশদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

এসময় সহকারি হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, সাংগঠনিক সম্পাদক তুষার দে, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।

পরিদর্শনকালে কমিশনার নিরাজ কুমার জাসওয়াল হিন্দু ও চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। এঘটনায় যেহেতু মামলা হয়েছে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সার্বিক পরিস্থিতি দেখে গেলাম। সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন অটুট থাকে। প্রশাসন বিষয়টি দেখবে

এ সংক্রান্ত আরও সংবাদ