সিলেট জেলা ও মহানগর আ’লীগ আগামীকাল “সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা” কর্মসূচি পালন করবে

প্রকাশিত:সোমবার, ১৮ অক্টো ২০২১ ১০:১০

সুরমাভিউ:-  দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল সারাদেশে “সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা” কর্মসূচি পালন করবে।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তির শোভাযাত্রা বের করবে।

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত এই কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ