১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৮ অক্টো ২০২১ ০৯:১০
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলক্রসিং এলাকায় সিলেটগামী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে নিখিল রঞ্জন দাশ (৬৫) নামে একজন নিহত হয়েছেন ।
নিহত নিখিল রঞ্জন দাশ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মৃত নরেশ চন্দ্র দাশের ছেলে।
১৭ অক্টোবর রোববার রাত ৮টা ২০ এর দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায় । শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি অঞ্জন কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শসসেরনগর রেল স্টেশনের দক্ষিণাংশের ক্রসিং এর উত্তর দিকে রাস্তার ২০-২৫ গজ দক্ষিণে লাশটি দ্বিখন্ডিত অবস্থায় পান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন।
Helpline - +88 01719305766