১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৮ অক্টো ২০২১ ০৮:১০
সুরমাভিউ:- কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার পর ওই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নব গঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার বেলা আড়াইটায় চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও সম্প্রতি রংপুরে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, তার তীব্রনিন্দা জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে বিরোধীরা এ ধরনের ঘটনার জন্ম দিচ্ছে। তাই আমাদের সবাইকে দলমত নির্বিশেষে সহিংসতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766