শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সিলেট জেলা আ’লীগের কর্মসূচি

প্রকাশিত:রবিবার, ১৭ অক্টো ২০২১ ০৭:১০

সুরমাভিউ:-  আগামীকাল ১৮অক্টোবর’২১ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ আগামীকাল ১৮ অক্টোবর’২১ সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করেছে।

উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এছাড়াও সিলেট জেলার সকল সাংগঠনিক উপজেলায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন এবং দিবসটির তাৎপর্য অনুযায়ী বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণের জন্য সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ