১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ অক্টো ২০২১ ১০:১০
সুরমাভিউ:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও মোগলগাও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হিরন মিয়া মনোয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১টায় সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোয়ন পত্র জমা দেন।
মনোয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ সহ নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়া বলেন, আমাকে আওয়ামী লীগ থেকে আবারও ইউনিয়ন নির্বাচনে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে অত্র ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের সহযোগিতা করেন তিনি।
Helpline - +88 01719305766