মনোনয়নপত্র জমা দিয়েছেন জালালাবাদ ইউপির নৌকার প্রার্থী ওবায়দুল্লাহ

প্রকাশিত:রবিবার, ১৭ অক্টো ২০২১ ১১:১০

সুরমাভিউ:-  আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ ইসহাক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (১৭ অক্টোবর) তিনি জেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার মুরব্বি ও যুব সমাজকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ