দোয়ারায় দুই শিক্ষকের বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণার অভিযোগ
প্রকাশিত:রবিবার, ১৭ অক্টো ২০২১ ১০:১০
সুনামগঞ্জ প্রতিনিধি:- দোয়রাবাজারে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষকের বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি প্রদানের লিখিত অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী।
রবিবার জেলা প্রশাসকের নিকট এ অভিযোগ করেন উপজেলার সুরমা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদ। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তাকে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগ উল্লেখ করা হয়, সুরমা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম বীরপ্রতীকের পক্ষে সভা-সমাবেশ ও প্রচারণায় অংশ নিচ্ছেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক মো. ফয়েজুর রহমান ও দোয়রাবাজার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. শের মাহমুদ ভ‚ঁইয়া।
গনসংযোগকালে দেওয়া বক্তৃতায় তারা স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ জোরপূর্বক নৌকার পক্ষে ভোট আদায় করে ক্ষমতাসীন দলের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। এই দুই সরকারি চাকুরেকে নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত না রাখলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী হারুন।
উল্লেখ্য, অভিযোগের প্রমাণ স্বরূপ স্থানীয় নূরপুর বাজার, আলীপুর বাজার ও বৈঠাখাইয়ে নৌকার পক্ষে জনসংযোগের সময় এই দুই সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের দেওয়া বক্তৃতার ভিডিও ক্লিপ সম্বলিত সিডি এবং ছবি জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।
অভিযোগের ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, অভিযোগের কপি আমি রিটানিং কর্মকতার নিকট দিতে বলেছি। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।