২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ অক্টো ২০২১ ০৯:১০
সুরমাভিউ:- শত শত সুন্নি জনতা আশেকে রাসুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৫ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় বালাউটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ মোবারক র্যালী।
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বালাউট ছাহেব বাড়িস্থ বালাউট দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্দ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে অংশগ্রহণের জন্য সকাল হতেই মুসলিম জনতা বালাউট ছাহেব বাড়িতে জমায়েত হতে শুরু করেন। সকাল ৯ টায় মাদ্রাসা ময়দান থেকে শুরু হওয়া মোবারক র্যালী সুশৃঙ্খল ভাবে বৃহত্তর বালাউটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালাউট ছাহেব বাড়ি খানেকা গৃহ সংলগ্ন মাঠে এসে সমাপ্ত হয়।
শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব (রঃ) এর সুযোগ্য ছাহেবজাদা ডা. মাওলানা শাহ মোঃ ছাফিউর রহমান বালাউটি, শাহ মোঃ মুছাদ্দিকুর রহমান বালাউটি, শাহ মোঃ মুনিবুর রহমান বালাউটির নেতৃত্বে মোবারক র্যালীতে উপস্থিত ছিলেন ভাদেশ্বর মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইউনুস আহমদ, মাওলানা মাশুকুর রহমান, জালালাবাদের ডাক’র সম্পাদক মাওলানা কবি মাহবুবুর রহীম, রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, মাওলানা আজির উদ্দিন বরমচালী, মাওলানা সালমান আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়, জকিগঞ্জ কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মাওলানা খালেদ আহমদ, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আব্দুল হাসিব, হাফিজ জসিম উদ্দিন ও হাফিজ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, জাকির হোসেন, রাসেল আহমদ, শাহ রহিম উদ্দিন, শাহ মোঃ সাজিদুর রহমান, শাহ মোঃ মাজেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকন উদ্দিন, এপলু আহমাদ প্রমুখ।
মোবারক র্যালীতে না’ত খাঁ হিসেবে না’ত পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ মতিউর রহমান, আহমদুল হক রিসালাহ, ইমন আহমদ সহ আল্লামা বালাউটি শিল্পী গোষ্ঠীর অন্যান্য শিল্পীবৃন্দ।
ডা. শাহ মোঃ ছাফিউর রহমান বালাউটি দোয়ার মাধ্যমে মোবারক র্যালীর সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766