আমি দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেই না – সুলতান মনসুর এমপি
প্রকাশিত:শনিবার, ১৬ অক্টো ২০২১ ০৯:১০
নিজস্ব প্রতিবেদক:- ডাকসুর সাবেক ভিপি ও কুলাউড়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশে একটি ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরোও বলেন, আমি ব্যক্তিগতভাবে দুনীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেই না। এমপি, উপজেলা প্রশাসন, পৌরসভা কিংবা কোন জনপ্রতিনিধি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হন। আগে তাকে বলবেন। তারপরও সংশোধন না হলে তার বিরুদ্ধে নিউজ করবেন।
১৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে সুলতান মো. মনসুর এমপি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকতায় দেশ ও মানুষকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। কোন কারণে বা সাম্প্রদায়িকতার কারণে দেশ কিংবা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হলে সাংবাদিক সমাজও ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়, দেশের সচেতন নাগরিক হিসেবে সাংবাদিকদের এক্ষেত্রে অগ্রণি ভূমিকা পালন করতে হবে।
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়ায়ও কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা কোনভাবে কাম্য নয়। কুলাউড়ার প্রশাসনের দায়িত্বশীল ভুমিকায় পরিস্থিতি শান্ত হয়েছে। আমরা মুসলমানরা মারা গেলে কবরে আর হিন্দুরা মারা গেলে চিতায় নেয়া হবে। এটাই চিরসত্য। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ না। কুমিল্লার ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, নিউজ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সভাপতি ময়নুল হক পবন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সুমন আলম, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, ডেইলি বিডি মেইলের সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, সাংবাদিক তারেক হাসান, এসআর অনি চৌধুরী, আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, সালাউদ্দিন প্রমুখ।
এছাড়া শুক্রবার কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদে জুম্মার নামাযের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অলি আউলিয়ার পূণ্যভুমি। সারাবিশ্ব যখন করোনা মহামারির কাছে অসহায় ছিলো, তখন এই দেশ মহামারি থেকে রক্ষা পায়।