নগরীতে মন্দিরে হামলার চেষ্টা, আটক ১

প্রকাশিত:শুক্রবার, ১৫ অক্টো ২০২১ ০৮:১০

সুরমাভিউ:-  সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল থেকে লামাবাজার এলাকার বিলপার পূজা মণ্ডপে হামলার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে একজনকে পুলিশ আটক করে।

শুক্রবার (১৫ অক্টোবর) বেলা তিন ঘটিকার দিকে বিলপার পূজা মণ্ডপের সামনে এ উত্তেজনার সৃষ্টি হয়।

মিছিল থেকে হামলার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীর সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। হামলাকারীরা গেটের সামান্য কিছু অংশ ভাঙচুর করলেও মূল পূজামণ্ডপের ক্ষতি সাধন করতে পারেনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় র‍্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।