২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ অক্টো ২০২১ ১২:১০
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল সিলেট উলামা পরিষদ। শুক্রবার বাদ জুমআ নগরীর বন্দর বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল তারা।
তবে সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিক্ষোভ মিছিল প্রত্যাহার করেছে উলামা পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও এই ইস্যুকে পুজি করে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেসব কথা বিবেচনা করে মিছিল প্রত্যাহার করা হয়।
এদিকে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতি যাতে বিনষ্ট না হয় সে লক্ষে উলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
পরে বৃহস্পতিবার রাতে মাওলানা মুজিবুল হক গাছবাড়ি পরামর্শক্রমে বৈঠকে বসে সিলেট উলামা পরিষদ। বৈঠকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিক্ষোভ মিছিল প্রত্যাহারের সিদ্ধান্ত বৈঠকে নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আহমেদ কবির, মাওলানা রেজাউল করিম, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা ইমাদ আহমদ, মাওলানা শামীম আহমদ সহ উলামা পরিষদের নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা আহমেদ কবির।
তিনি বলেন, শুক্রবার সনাতন ধর্মাবলম্বীরা তাদের তাদের প্রতিমা বিসর্জন করবে। কিন্তু কোন তৃতীয় পক্ষ যাতে মিছিল ও প্রতিমা বিসর্জনকে পুজি করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় সে লক্ষ্যে বিক্ষোভ মিছিল প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও ধর্মপ্রতিমন্ত্রী কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে আশ্বস্ত করেছেন, এসব বিষয় বিবেচনা করে বিক্ষোভ মিছিল প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা কুমিল্লার ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
Helpline - +88 01719305766