মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ অক্টো ২০২১ ০৯:১০

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শহরে দেখা দেয় তীব্র যানজট। যানযটের কারণে সাধারণ মানুষ কে পড়তে হয় সীমাহীন কষ্টের মধ্যে। অনেক অসুস্থ রোগীও পড়েন চরম ভোগান্তিতে। এ বিষয়টি বিবেচনা করে জেলার ঐতিহ্যবাহী মানবিক সংগঠন “শেখ বোরহান (রহ.) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার” এর উদ্যোগে ৩দিনব্যাপী ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির” উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও দফতর সচিব সিরাজুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাইদ ও বায়েজিদ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির প্রোগ্রাম চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত রায়, জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান, নির্বাহী পরিচালক তৌফিক আহমেদ নাঈম, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, ফ্রি অক্সিজেন সার্ভিস জেলার টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান, ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচির স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রিমন, তিতুমীর আহমদ, মাহবুবুর রহমান খান অপু, শাহরিয়ার খান সাকিব, আদনান ইমন, আবুল মাসুম রনি, মারুফ আহমদ খান পাবেল, নাঈম আহমেদ সানি, আবুল মাসুম রাফি, সজলু আহমদ, কামরুল ইসলাম তপু, মামুন আহমেদ শান্ত, হোসেন আহমেদ, মেহেদী হাসান, মাহবুবুর রহমান মিনহাজ, শেখ মারুফ আহমদ, ইমরান আহমেদ, সোয়াইব আহমেদ জায়েদ, সোহান আহমেদ, রাফি খান প্রমুখ।

উল্লেখ্য, এ কর্মসূচি ১৫ অক্টোবর শুক্রবার প্রতিদিন বিকাল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান করবে।

ইতোপূর্বে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষ্যে ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ